পদ্মা সেতু জুড়ে থাকবে ‘সিসি ক্যামেরা’

আরো পড়ুন

মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। সেতুর দুই পাড়ে সংযোগ ঘটাতে উড়ালপথ (ভায়াডাক্ট) আছে ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। সেতুর এই পুরো এলাকাজুড়ে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হবে। সেতুতে সিসি ক্যামেরা বসানোর কাজ সেতু উদ্বোধনের আগেই শেষ করতে চায় কর্তৃপক্ষ।

এ বিষয়ে জানতে চাইলে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী ফেরদাউস বলেন, সেতুর ওপরে এবং ভায়াডাক্টে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। এতে করে সেতুর ওপর যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে সিসি ক্যামেরার সহায়তায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এর জন্য পদ্মা সেতুর দুপ্রান্তে দুটি থানা স্থাপন করা হয়েছে। এসব সিসি ক্যামেরায় আধুনিক সব প্রযুক্তি থাকবে। তবে মোট কতটি সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে তা এখনই বলা যাচ্ছে না।

পদ্মা সেতুতে দুই চাকার যানবাহনের মধ্যে শুধু মোটরসাইকেল চলাচলের অনুমতি আছে। এই প্রকল্পের প্রকৌশলীরা বলছেন, সেতুতে দ্রুতগতির যানবাহন চলাচল করবে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে সাইকেল ও পায়ে হেঁটে চলাচলের লেন রাখা হয়নি। এটা যমুনা সেতুতেও নেই। তবে সেতু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিতরা সেতুর ওপরে যেতে পারবেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ