চ্যালেঞ্জ মোকাবেলা করে ভালো নির্বাচন দিতে চায় ইসি

আরো পড়ুন

ঢাকা অফিস: সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামীতে বর্তমান কমিশন আরও ভালো নির্বাচন দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (১২ জুন) বেলা ১১টা দিকে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, বিগত কমিশনের সিইসি, কমিশনার ও সচিবদের সঙ্গে নির্বাচনের ভেতরে এবং বাহিরের চ্যালেঞ্জের কথা জানবেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামীতে আরও ভালো নির্বাচন করতে চায় বর্তমান কমিশন।

সংলাপে যোগ দেন সাবেক সিইসি বিচারপতি মো. আব্দুর রউফ, ড. এটিএম শামসুল হুদা ও কেএম নূরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, সাবেক সচিব মোহাম্মদ সাদিক, জেসমিন টুলি, মো. আবদুল্লাহসহ বেশ কয়েকজন।

বর্তমান ইসি গত মার্চ মাস থেকে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে বিভিন্ন মহলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে।

গত ১৩ ও ২২ মার্চ এবং ৬ ও ১৮ এপ্রিল যথাক্রমে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ-বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ এবং প্রিন্ট মিডিয়ার সম্পাদক/সিনিয়র সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী/প্রধান বার্তা সম্পাদক/সিনিয়র সাংবাদিকদের সংলাপ করে ইসি।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ