ডেস্ক রিপোর্ট: থানছি উপজেলার দুর্গম এলাকায় ডায়রিয়ায় ৩ জন মারা গেছেন। শনিবার (১১ জুন) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক জন কার্বারী, এক শিশুসহ ৩ জন মারা যায়।
ডায়রিয়ায় মৃত্যুর নিশ্চিত করেছেন রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুই শৈ থুই মার্মা।
মৃত তিন জন হলেন, রেমাক্রী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেন থাং পাড়ার বাসিন্দা আমেন ম্রোর ছেলে কার্বারী মেনথাং ম্রো (৪৯), নারিচা পাড়ার বাসিন্দা মে তৈ ম্রোর ছেলে লংঞী ম্রো (৪৫) ও একই ওয়ার্ডের সিং চং পাড়ার বাসিন্দা মেন রো ম্রোর ছেলে প্রেন ময় ম্রো (১১)।
রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুই শৈ থুই মার্মা জানান, ডায়রিয়া আক্রান্ত ওই তিন জন মারা গেছেন। বর্ষায় ঝিড়ি-ঝর্ণা-খাল থেকে দুষিত পানি পান করার কারণে এই ডায়রিয়া হয়ে থাকতে পারে। ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মাং চং মেম্বামের মাধ্যমে ডায়রিয়া আক্রান্ত দুর্গম এলাকায় ওষুধপত্র পাঠানো হয়েছে।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, থানচির দুর্গম এলাকায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। এ কারণে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে একটি মেডিক্যাল টিম দুর্গম এলাকায় ফ্রি চিকিৎসা সেবা দেবে।
জাগো/এমআই

