ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্বামী ইউসুফ নবী রুবেলের (২৬) পরকীয়ায় বাধা দেওয়ার জের ধরে স্ত্রী রুপালি বেগমকে (১৯) গলা হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
রবিবার (১২ জুন) সকালে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রুপালি বেগম কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর ৪ নম্বর ওয়ার্ডের মনির চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার মেয়ে। তার স্বামী রুবেল একই উপজেলার পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়ির মৃত. সিরাজ মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ৩ মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছিলো রুবেল-রুপালির। বিয়ের পরও রুবেল মোবাইলে অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। এ নিয়ে স্ত্রী রুপালি তাকে বিভিন্ন সময় বাধা দেয়। যা নিয়ে প্রায় সময় রুপালিকে মারধর করতো রুবেল। শনিবার (১১ জুন) দিবাগত রাত পৌনে ৩টায় এ নিয়ে তাদের দুজেনর কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল তার স্ত্রী রুপালিকে গলার ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফল কাটার ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। পরে রুবেলের মায়ের চিৎকারে স্থানীয়রা এসে রুপালির লাশ উদ্ধার করে এবং রুবেলকে আটক করে পুলিশকে খবর দেয়।
ওসি মো. রফিকুল ইসলাম আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। গলা কাটা ছুরিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জাগো/এমআই

