যবিপ্রবি কর্মকর্তার দুর্নীতি তদন্তে উচ্চতর তদন্ত কমিটি

আরো পড়ুন

যবিপ্রবি প্রতিনিধি: দূর্নীতির দায়ে বরখাস্ত হওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ শাখার উপ-পরিচালক হায়াতুজ্জামানের দূর্নীতি তদন্তে উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  শনিবার (১১ জুন) রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ২৩ মে হায়াতুজ্জামানের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রাথমিকভাবে সত্য বলে প্রমানিত হয়েছে। যার ফলশ্রুতিতে তার সাময়িক বহিষ্কার আদেশ অব্যহত রাখা হয়েছে। এবং উচ্চতর তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তারা হলেন, যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ড. মোঃ সলিমুল্লাহ, ডিরেক্টর জেনারেল ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, যবিপ্রবির ডিনস কমিটির আহবায়ক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মোঃ মেহেদী হাসান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ গালিব, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ইকবাল কবির জাহিদ। তাদেরকে আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

এবিষয়ে যবিপ্রবি উপাচার্য বলেন, উচ্চতর তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট সাপেক্ষে অপরাধ প্রমানিত হলে রিজেন্ট বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রেজিস্ট্রার দপ্তরের, জনসংযোগ শাখার উপ-পরিচালক হায়াতুজ্জামানের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত কাজে অনৈতিক পন্থা অবলম্বন করার অভিযোগে উঠে। এর প্রেক্ষিতে গত ২৩মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীর সাধারণ আচরণ,শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি মোতাবেক তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ