মহানবীকে নিয়ে বিজেপির কটুক্তিতে ক্ষুব্ধ ইবি

আরো পড়ুন

ইবি প্রতিনিধিঃ ভারতের  ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা, হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকে নিয়ে কটুক্তি করায়  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
শুক্রবার (১০ জুলাই) জুম্মার নামাজের পর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, আবার কেন্দ্রীয় মসজিদ এসে মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সেখানে তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে স্লোগান দেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শাকিল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেসার উদ্দিন এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের আহমেদ উল্লাহ সিদ্দিকী।
এসময় বক্তারা সাধারন শিক্ষার্থীদের পক্ষে ৩ টি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—কটূক্তির কারণে বিশ্ব মুসলিমদের কাছে ভারতকে ক্ষমা চেয়ে কটূক্তিকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে, মুসলমানদের বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং এ ধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য জাতিসংঘ এবং ওআইসি’কে কার্যকারী পদক্ষেপ নিতে হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ