এসি বিস্ফোরণে শাওনের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আরো পড়ুন

এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের মায়ের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে ফেসবুকে এই তথ্য জানিয়েছেন হুমায়ুন আহমেদ পত্নী।

এই তারকা লিখেছেন, আজ ভোর ৫ টায় গুলশান-১ এ আমার মার বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহভাবে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের ২টি টিমের প্রচেষ্টায় সে আগুন নেভানো সম্ভব হয়েছে। বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!

তবে ভাগ্যক্রমে বিস্ফোরণের সময় শাওন বাসায় ছিলেন না বলে জানিয়েছেন। এই নিয়ে তিনি লেখেন, মাত্র কয়দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ঐ ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ