যশোরে পিয়ারলেসের ভু্য়া ডাক্তারকে জেল, লাখ টাকা জরিমানা

আরো পড়ুন

যশোর শহরের পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসক হাবিবুর রহমানকে আটক করা হয়েছে। এ সময় তাকে ১৫ দিনের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ ও ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিকের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, হাবিবুর রহমান দীর্ঘদিন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে অবস্থিত পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে বসে রোগী দেখতেন। তার চিকিৎসার প্যাডে নামের আগে ডাক্তার ব্যবহার করতেন। সেই সঙ্গে নামের পরে ডিএমএফ, ডিএমএ ও এমএসসি ডিগ্রি উল্লেখ করতেন। যার একটিও বিএমডিসি স্বীকৃত নয়। এছাড়া ব্যবস্থাপত্রে হাবিবুর রহমান মেডিসিন, শিশু, অ্যাজমা, বাত-ব্যথা, গ্যাস্ট্রোলিভার, চর্ম-যৌন রোগ ও ডায়াবেটিসে অভিজ্ঞ বলে নিজের পরিচয় উল্লেখ করে আসছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ