চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল-পিকআপ ভ্যানের সংঘর্ষে শামিম হোসেন (৩০) নিহত হয়েছেন। যুবক শামিম হোসেন দামুড়হুদা উপজেলার লোখনাথপুর গ্রামের শাহাবুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অদুরে এই দুর্ঘনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়, শামিম হোসেন মোটরসাইকেল যোগে দামুড়হুদার দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আশা একটি পিকআপ ভ্যানের সাথে তার ধাক্কা লাগে। এতে তিনি পিচ সড়কের ওপর সিটকে পড়ে মারাত্মক আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বহির্বিভাগের কর্মরত চিকিৎসক ডা. আফরিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপ ভ্যনটি আটক করা হয়েছে।

