কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ভ্যানচালকের

আরো পড়ুন

কুষ্টিয়া সদরে ট্রাকের ধাক্কায় শাহেদ আলী (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদ কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মুরগিবোঝাই একটি ভ্যান চালিয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন শাহেদ আলী। পথে বটতৈল এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শাহেদ আলী ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়লে ট্রাকটি তাকে চাপা দেয়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও চালকের সহকারী ট্রাক ফেলে সেখান থেকে দ্রুত চলে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ