ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাঘুরি, বুঝিয়ে বাড়ি পাঠালো পুলিশ

আরো পড়ুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে আসা শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়েছে পুলিশ।

এছাড়া ভবিষ্যতে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ঘোরাঘুরি না করতে সতর্ক করে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের নেতৃত্বে লেকের ভাংগারপুল থেকে নাভানা সিটি অংশ পর্যন্ত সচেতনতামূলক এ অভিযান চালানো করা হয়। অভিযানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে ওসি মশিউর রহমান বলেন, স্কুল-কলেজের ইউনিফর্ম পরিহিত যেসব শিক্ষার্থীদের ঘোরাঘুরি করতে দেখেছি তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে যদি আবারও স্কুল-কলেজ চলাকালে তাদের লেকে ঘোরাঘুরি করতে দেখা যায় তবে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সর্তক করা হয়েছে। সেইসঙ্গে যেসব শিক্ষার্থীদের চুলে বাহারি কাটিং ছিল তাদের কেটে ফেলার নির্দেশ দেয়া হয়।

এসময় সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক, পরিদর্শক (অপারেশন) আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ