সংক্রামক রোগ মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে জানা গেছে। তিনি তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার (৭ জুন) দুপুর ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন।
সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মিজানুর বলেন, মাঙ্গিপক্স আক্রান্ত সন্দেহে ওই ব্যক্তিকে বিকেলে ৩টার দিকে আমাদের এ হাসপাতালে (মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে) ভর্তি করা হয়েছে। এরইমধ্যে আইইডিসিআর (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। আমরা ১০ বেডের আইসোলেশন ওয়ার্ডে তাকে রেখেছি।
জানা গেছে, এদিন দুপুরে আকসি আলতে (৩২) নামের ওই ব্যক্তি বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে বিমানবন্দর হেলথ সেন্টারে নেয়া হয়। পরে সেখান থেকে পাঠানো হয় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে।

