যশোরে সড়কে ঝরলো ভ্যান চালকের প্রাণ, আহত জমজ শিশু

আরো পড়ুন

যশোর-চৌগাছা সড়কের আব্দুলপুর নামকস্থানে ভ্যান ও পিকআপের সংঘর্ষে ভ্যান চালক মাহাদি (৫৫) নিহত হয়েছেন। এ সময় জমজ দুই ভাই মারাত্মক আহত হয়। নিহত মাহাদি চুড়ামনকাটির গোবিলা গ্রামের মৃত নয়েজ উদ্দীনের ছেলে ও আহত শিশু দুই জন আব্দুলপুর গ্রামের আব্দুল জলিলের জমজ ছেলে শামিম (৬) ও তামিম (৬)।

মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে শিশু তামিম (৬) ও তার জমজ ভাই শামীম (৬) কে সাথে নিয়ে তাদের মা চুড়ামনকাটি থেকে আব্দুলপুর বাড়ি যাওয়ার জন্য মাহাদির অটো ভ্যানে ওঠেন। পথিমধ্যে আব্দুলপুর বাজারের অদূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পেয়ারা বোঝাইকৃত খুলনা মেট্টো ১১-১৯০২ নাম্বারধারী একটি পিকআপ গাড়ি তাদের ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যান গাড়ীটি রাস্তার পাশে উল্টে গেলে ভ্যান চালক মাহাদি ও দুই শিশু তামিম ও শামীম গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাদিকে মৃত ঘোষণা করেন।

আহত জমজ শিশুর পিতা আব্দুল জলিল জানান, তাদের দুজনেরই মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

হাসপাতালের জুরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক জানান, হাসপাতালে আনার আগেই মাহাদি মারা যান এবং আহত দুই শিশু অবস্থাও গুরুতর।

সাজিয়ালী ফাঁড়ি পুলিশের এএসআই মুনির জানান, যশোর-চৌগাছা সড়কের আব্দুলপুর নামকস্থানে ভ্যান ও পিকআপের সংঘর্ষে ভ্যান চালক মাহাদি মারা গেছেন। বাচ্চা দুটি গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থাল থেকে গাড়ির চালক বাপ্পিকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ