ঝিনাইদহে প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আরো পড়ুন

আর আই রাজিব, ঝিনাইদহ: নারীর ক্ষমতায়ণ, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটল বাংলাদেশসহ প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের সহযোগীতায় ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে সোমবার (৬ জুন) দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট।

এতে জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক কনক কান্তি দাস, সিভিল সার্জন ডা. শুভ্রা রাণী দেবনাথ, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মশালায় জেলার ৬ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের ১০০ জন প্রতিনিধি অংশ নেয়।

কর্মশালায় প্রধানমন্ত্রীর এই ১০টি উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমুহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়। পাশাপাশি সেখান থেকে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে উদ্যোগগুলো আরও উন্নয়নে প্রদক্ষেপ গ্রহণের জন্য সিন্ধান্ত নেয়া হয়।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ