বাঘারপাড়া আ.লীগের সাবেক সেক্রেটারির সহধর্মিনী’র মৃত্যু, বিভিন্ন মহলের শোক

আরো পড়ুন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:  বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হোসেনের স্ত্রী মমতাজ বেগম মৃত্যু বরন করেছেন। রবিবার রাত ১১ টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার ৬৫ বছর বয়স হয়েছিলো। তিনি স্বামী, ও তিন ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে স্থানীয় মহিউসুন্নাহ কওমী মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য তিনি দীর্ঘদিন যাবত নানা জটিল রোগে ভুগছিলেন।

সাবেক সেক্রেটারির স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান মিঠু, উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব কুমার রায়, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ আজগর আলি, ভাইস-চেয়ারম্যান আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন জামদিয়া ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, দরাজহাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, যুবলীগের যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, কামরুজ্জামান লিটন প্রমুখ। বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সেক্রেটারির স্ত্রীর নামাযে জানাযায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহন করেছেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ