বন্ধুর হাতে বন্ধু খুন

আরো পড়ুন

চট্টগ্রামের হাটহাজারীতে বন্ধুর ছুরিকাঘাতে ইকবাল (২২) নামে এক যুবক খুন হয়েছেন।

রবিবার রাতে সাড়ে ৮টার দিকে পৌরসভার চন্দ্রপুর এলাকার রেল সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলমপুর খীলপাড়া এলাকার মনির হোসেনের ছেলে।

জানা গেছে, রবিবার সন্ধ্যা রাতে পৌরসভার রেল গেইট সংলগ্ন এলাকায় ইকবালের সাথে তার বন্ধু মানিক বড়ুয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইকবালকে ছুরিকাঘাত করে। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলয় দাশ ইকবালকে মৃত বলে ঘোষণা করেন। মানিক বড়ুয়া একই এলাকার বাবুল বড়ুয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ