দক্ষিণবঙ্গের অগ্নিকন্যা, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী, যশোর সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক সভাপতি ও যশোর সদর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার প্রথম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ জুন) সন্ধ্যায় রেলগেটস্থ জেলা স্বেচ্ছাসেবক লীগের অস্হায়ী কার্যালয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ এসব আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী মিলন, প্রচার সম্পাদক রাফেদ রেজা রতন, সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান ডাবলু, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আসাদুজ্জামান সুমন, কচুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুক্ত খাঁন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি রবিউল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান, সামছুর রহমান, মোহাম্মদ শফিসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

