যশোরে হ্যাপি ক্লাবের উদ্যাগে ৩২ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ জুন) উদ্বোধনী ম্যাচে চোপদারপাড়ার শংকরপুর প্রাইমারি স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা গফুর স্মৃতি সংঘের কাছে টাইব্রেকারে ৩-০ গোলে হেরেছে বারেক সড়ক ফুটবল একাডেমি-১।
দর্শকভরা মাঠে রেফারির বাঁশিতে খেলা শুরু হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বীর মুক্তিযোদ্ধা গফুর স্মৃতি সংঘের বাপ্পি ও বারেক সড়ক ফুটবল একাডেমি-১ এর শান্তর গোলে নির্ধারিত ৪০ মিনিটে ১-১ গোলে ড্র হয়। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারের ৩টি করে শটে ৩টি গোল করেন বীর মুক্তিযোদ্ধা গফুর স্মৃতি সংঘ। কিন্তু সমান সংখ্যক শটে একটিও গোল করতে পারেনি বারেক সড়ক ফুটবল একাডেমি-১।

এর আগে ফুটবল টুর্নামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলার শাহেদ হোসের নয়ন, ক্রীড়া ব্যক্তিত্ব এহসানুল হক মনি, আফজালুল করিম রানু, শুকুর আলী, ইউনুস তরফরদার ও আব্দুল আল মতিন।
উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম ও নজরুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন, আয়োজক কমিটির সদস্য নূর ইসলাম অনিক, মেহেদী হাসান অন্তর, নাদিম মাহমুদ, মিনহাজ হোসেন আপন, মাহাবুব আলম বাপ্পি, ফারজিন হাসান সাজিদ, মোহাম্মদ শান্ত প্রমুখ।

