নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, যশোর সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও যশোর সদর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা’র প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (৩জুন) বাদ জুমা ঘোপ কারবালা মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরন করে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগ।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

