ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে ফিরলো ৯ তরুণী

আরো পড়ুন

ভারতে দেড় বছর কারাভোগের পর এক শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারত।

এক শিশু ছাড়া সবাই তরুণী।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদেরকে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

ফেরত আসা এক তরুণী জানায়, অভাবের কারণে দালালের মাধ্যমে তিনি সীমান্ত পথে ভারতের মুম্বাইয়ে যান। সেখানে বাসায় কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় আদালত দেড় বছরের সাজা দেয়। সাজা শেষ হলে নবজীবন নামে একটি এনজিও সংস্থা তাদের জেল থেকে শেল্টার হোমে রাখে। এরপর দেশে পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ বলেন, ফেরত আসা তরুণীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দিবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ