বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় কলেজছাত্র আল-আমিন শেখ পুকুরে ডুবে মারা যাওয়ার শোকে কাতর তার মাতা মিনা বেগম (৫০) বাড়ির পাশে রাস্তায় পড়ে মারা গেলেন। ছেলের মৃত্যুর চার দিনের মাথায় মা মিনা বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর এ ঘটনাটি হয়েছে বৃহস্পতিবার বিকেলে মোল্লাহাট উপজেলার দাড়িয়ালা পুর্ব-পাড়া গ্রামে।
মা মিনা বেগম ওই গ্রামের ফুলমিয়া শেখের স্ত্রী। বাড়ির সামনে রাস্তার পাশে একটি চলন্ত ইজিবাইককে সাইড দিতে গিয়ে রাস্তায় পড়ে গেলে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, মিনা বেগম নামের এক নারী মাথা ঘুরে রাস্তায় পড়ে যায়। এরপর স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত শনিবার রাতে মিনা বেগমের এক মাত্র ছেলে কলেজছাত্র আল-আমিন পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এরপর থেকে মা মিনা বেগম ছেলের শোকে পাগল প্রায়। একমাত্র ছেলেকে হারিয়ে মিনা বেগম খাওয়া-দাওয়া ছেড়ে দেয় এবং এদিক ওদিক ছোটাছুটি করে। মৃত আল-আমিন শেখ মোল্লাহাট খলিলুর রহমান ডিগ্রি কলেজের ২০২২ শিক্ষা বর্ষের এইচএসসি পরীক্ষার্থী ছিলো।

