চাকরি পেলেন সেই হাদিসুরের ভাই তরিকুল

আরো পড়ুন

ইউক্রেনের অলভিয়া বন্দরে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের মেজো ভাই তরিকুল ইসলাম চাকরিতে যোগদান করেছেন।

বুধবার সকাল ১০টায় বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) যোগদান করেন তিনি।

তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে খুলনায় বাংলাদেশ শিপিং করপোরেশনের উপমহাব্যবস্থাপকের মাধ্যমে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান করেছি। তরিকুল পটুয়াখালী সরকারি কলেজের রসায়ন বিষয়ে মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র।

বাবা অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, আমার মেজো ছেলেকে বাংলাদেশ শিপিং করপোরেশন থেকে চাকরি দিয়েছে। এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত হাদিসুর রহমানের পরিবারকে ইতোমধ্যে পাঁচ লাখ মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নিহত হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স জানান, বাংলাদেশ শিপিং করপোরেশন থেকে পাঁচ লাখ মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) দেওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। সেখানে নোঙর করা অবস্থায় গত ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। ওই হামলায় প্রাণ হারান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান আরিফ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ