রাজধানীর কাকরাইল মোড়ে শাহ সিমেন্টের কাভার্ডভ্যান চাপায় পুলিশ সদস্য শহীদুল ইসলাম নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
সোমবার দিবাগত (৩০ মে) রাত সাড়ে ১২টার দিকে কাকরাইল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে আহত শহিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শহিদুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এ কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।

