সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা মোহনা টিভির জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক আব্দুল জলিলের উপর মাদক কারবারিদের হামলার প্রতিবাদে ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোজাফফর রহমান, সেলিম রেজা মুকুল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, এশিয়ান টেলিভিশনের কলারোয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন প্রমূথ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল জলিলের উপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হবে। এছাড়া বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ