বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের।
রবিবার রাতে রাজধানীর পান্থপথ এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তার সুরতহাল সম্পন্ন করেন শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) বিজন ভট্টাচার্য। তিনি জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

