যশোর: মাদক মামলায় বেনাপোলের সোহাগ মিয়াকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত।
রবিবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এক রায়ে এ আদেশ দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত সোহাগ মিয়া বেনাপোল শহরের লিয়াকত আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন এপিটি ভীম সেন দাম।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ২৪ জুন বিকেলে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বেনাপোল ক্যাম্পের একটি টহলদল শার্শার আফিল জুট মিলের সামনে অবস্থান করছিল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক সন্দেহজনকভাবে থামিয়ে চালক সোহাগ মিয়াকে আটক ও ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেনাপোল ক্যাম্পের জেওসি শিশির কুমার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন।
এ মামলা দীর্ঘ স্বাক্ষ্যগ্রহণ শেষে অসামি সোহাগ মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপাপ্ত সোহাগ মিয়া কারাগারে আটক আছে।

