স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বখাটের ৩৫ দিনের কারাদণ্ড

আরো পড়ুন

বরগুনা: বরগুনায় স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে সোহাগ নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে ইভটিজিং করার সময় তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত সোহাগ পৌর শহরের উকিল পট্টি এলাকার আ: রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শনিবার) দুপুরের দিকে স্কুলে যাওয়ার সময় বরগুনা পৌর শহরের আদর্শ স্কুলের সামনে রাস্তায় দিয়ে যাওয়ার সময় স্কুল পড়ুয়া দুই কিশোরীকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হলে সোহাগ নামের ওই ইভটিজারকে আটক করে রাখে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নিজামুদ্দিন ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত সোহাগকে ৩৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, কারাদণ্ডপ্রাপ্ত বখাটে সোহাগকে দুপুরের পরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ