কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী মো. আলম প্রকাশ লালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
শনিবার (২৮ মে ) ভোর রাতে টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক থেকে তাকে আটক করা হয়। সে ক্যাম্পের এইচ- ব্লকের ৬৭৭/১ নং শেডের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
১৬- আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, শনিবার ভোর রাতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী মো. আলম প্রকাশ লাল (২৫) কে আটক করে। এ সময় তার হেফাজত থেকে একটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র এলজি ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এসপি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জাগো/এমআই

