টাঙ্গাইল: টাঙ্গাইলে পৃথক অভিযানে হেরোইন ও ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৮ মে) সকালে পৃথক অভিযানে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা ও গোপালপুর উপজেলার চর মোহাইল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১২ এর ৩ নং কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের একরামুল হকের ছেলে জুয়েল রানা (৪০) ও মৃত ওহাবের ছেলে আবু তালেবকে ৩১০ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ৩১ লাখ টাকা), এবং গোপালপুর উপজেলার চর মোহাইল গ্রাম থেকে ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নুরনীকে (২৮) গ্রেফতার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে সদর থানায় এবং গোপালপুর থানায় ২০১৮ সারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ)/৪১ এবং ৩৬ (১) এর ১৪ (খ) ধারায় পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। মামলার পর আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাগো/এমআই

