‘কেজিএফ ৩’ তে যশের সঙ্গে হৃতিক?

আরো পড়ুন

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমায় নতুন মাইলফলকের নাম ‘কেজিএফ’। কন্নড় ভাষার এই সিনেমার দুটি খণ্ড মুক্তি পেয়েছে। প্রথমটি ২০১৮ সালে। আড়ালে পড়ে থাকা কন্নড় ইন্ডাস্ট্রি রাতারাতি চলে আসে আলোচনার কেন্দ্রে। এরপর থেকে ‘কেজিএফ ২’ নিয়ে তীব্র অপেক্ষা ছিল দর্শকের মনে।

সেই অপেক্ষার অবসান হয় গত ১৪ এপ্রিল। বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি সিনেমা হলে মুক্তি পায় ‘কেজিএফ ২’। এরপরের গল্পটা কম-বেশি সবারই জানা। বক্স অফিসে ১২০০ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। ফলে ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় এর অবস্থান তৃতীয়।

বলাই বাহুল্য, ‘কেজিএফ’-এর পরবর্তী সিনেমার জন্য দর্শকের আকাঙ্ক্ষা আরও বেশি। রকি ভাইয়ের সাম্রাজ্য কি ধুলিস্যাৎ হয়ে গেলো? রকি ভাই কি আবার ফিরে আসবে? এসব কৌতূহল মেটানোর জন্য ‘কেজিএফ ৩’-এর বিকল্প নেই।

কিছুদিন আগেই সিনেমাটির প্রযোজক বিজয় কিরাগান্দুর জানান, তারা ‘কেজিএফ ৩’ নিয়ে কাজ করছেন। আগামী বছরের প্রথম দিকেই শুরু হবে শুটিং। শোনা যাচ্ছিল, এই সিনেমায় রকি ভাই তথা যশের সঙ্গে দেখা যেতে পারে সুপারস্টার প্রভাস ও জুনিয়র এনটিআরকে।

এবার শোনা যাচ্ছে, ‘কেজিএফ ৩’তে থাকতে পারেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ভারতের একাধিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, দর্শককে বিশেষ চমক দিতেই হৃতিকের কথা ভাবছেন নির্মাতা-প্রযোজকরা।

‘কেজিএফ’-এর দুটি সিনেমাই পরিচালনা করেছেন প্রশান্ত নীল। তৃতীয় সিনেমাটিও আসবে তার নির্দেশনায়। তবে তিনি বর্তমানে ‘সালার’ নামের আরেকটি সিনেমার কাজে ব্যস্ত। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন প্রভাস। গুঞ্জন রয়েছে, ‘কেজিএফ’-এর সঙ্গে ‘সালার’ সিনেমার যোগসূত্র থাকতে পারে।

প্রসঙ্গত, ‘কেজিএফ ২’ সিনেমায় যশের সঙ্গে আরও অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে হোমবেল ফিল্মস।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ