ফরিদপুরে ৪২ কেজি রুপাসহ আটক ২

আরো পড়ুন

ফরিদপুর: ফরিদপুরে ৪২ কেজি রুপার অলঙ্কার জব্দ করে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- ফরিদপুর শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার মো. আসাদুজ্জামান (৪০) ও একই এলাকার মো. সানি খাঁন (২৮)।

শনিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মে) রাত ৯টার দিকে জেলা শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় রুপাসহ দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। রুপা ছাড়াও এসময় একটি মোটরসাইকেল, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতাররা ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে রুপার অলঙ্কার এনে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেছেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ