গাইবান্ধায় ১১৬ লিটার মদসহ মাদক কারবারি আটক

আরো পড়ুন

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় ১১৬ লিটার চোলাই মদসহ জীবন বাসপো (২২) নামের এক মাদক কারবারি আটক করেছে র‌্যাব। শনিবার (২৮ মে) গাইবান্ধা-১৩ র্যা ব কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা শহরের ট্রাফিক মোড়ে দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলার দারিয়াপুর গ্রামের দুলাল বাসপোর ছেলে জীবন বাসপোকে ১১৬ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করা হয়েছে।

মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ধৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। জীবন বাসপোর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ