ঘোড়া নিয়ে প্রচারণা, মেয়র প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

আরো পড়ুন

কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১১টায় দিকে ঘোড়া প্রতীকের এই প্রার্থীর জরিমানা করেন কুমিল্লায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা রিপা।

জানা গেছে, নগরীর দক্ষিণ চর্থা এলাকায় বকচত্ত্বরে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা চালান নিজাম উদ্দিনের সমর্থকরা। এমন কাজ করে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতে নির্বাচনী আচরণ মেনে চলার জন্য প্রার্থীকে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচনী আচরণবিধি ৩১ ধারা মোতাবেক ঘোড়া প্রতীকের প্রার্থীকে জরিমানা করা হয়েছে। পুরো সিটিতে নির্বাচনকে কেন্দ্র করে নয়জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। নির্বাচনের দিন পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে।

যেকোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ