শিশুকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

আরো পড়ুন

রংপুরের তারাগঞ্জে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মসজিদের ইমাম আতিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-৩ এর বিচারক আলী আহমেদ এ আদেশ দেন।

ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটার (পিপি) তাইয়েজুর রহমান লাইজু জানান, তারাগঞ্জে ১০ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করেন পার্শ্ববর্তী এলাকার আতিকুল ইসলাম। তিনি স্থানীয় মসজিদের ইমাম। প্রাইভেট পড়ার জন্য তার কাছে গেলে মসজিদের থাকার রুমে নিয়ে ২০২০ সলের ১১ এপ্রিল সকালে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় শিশুটির পিতা মামলা করলে পুলিশ তদন্ত করে অভিযোগ পত্র দেয়।

১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বৃহস্পতিবার অভিযুক্ত ইমাম আতিকুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আাদলত। আদেশের সময় আতিকুল কারাগারে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ