ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

আরো পড়ুন

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়ে বিস্তারিত জানতে প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার (২৫ মে) সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের নানা ধরনের মত রয়েছে। সংসদের বাইরে থাকা প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি বরাবরই এই যন্ত্রের বিরোধিতা করে আসছে। এই ভোটযন্ত্র সম্পর্কে ভালোভাবে জানতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে ১০০ আসনে ইভিএমে ভোট করার পরিকল্পনা রয়েছে তাদের, তবে গতকাল এক সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ইভিএম বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ