সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবিরকে হঠাৎ চট্রগ্রামে বদলী করা হয়েছে। মঙ্গলবার (২৪) চট্রগ্রাম রেঞ্জের ডিআইডি কার্যলয়ে যোগদান করতে বলা হয়েছে। ২২ মে পুলিশ হেডকোয়াটারের এক আদেশে তাকে বদলী করা হয় বলে জেলা পুলিশের একটি দ্বায়িক্তশীল সূত্রে জানা গেছে।সূত্রটি আরো জানায়,পুলিশ বিভাগের এআইজি শাহাজাদ মো: আছাদুজ্জামান স্বাক্ষরসংবলিত এক আদেশে তাকে বদলী করা হয়। তবে কি কারনে তাকে বদলী করা হয় সে বিষয়টি গনমাধ্যমেকে স্পষ্ট করেননি জেলা পুলিশের সূত্রটি।
জাগো/এমআই

