ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছায় রক্তদান সংস্থা `রক্তিমার’ নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে লোক প্রশাসন বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোয়াজ্জেম হোসাইন আদনান সভাপতি ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শৈবাল নন্দী হিমুকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে।
রবিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের রক্তিমা সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মেহের আলি ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন এবং সংগঠনের সাবেক সভাপতি সাকিব ও সাধারণ সম্পাদক আরাফাত স্বাক্ষরিত এক লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
০৯ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে উম্মে হাবিবা হ্যাপী ও কাজি মাহিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান জীম, সহ-সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী কর্মকার, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রোহিনী বিশ্বাস।
বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করতে বলা হয়।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মোয়াজ্জেম হোসেন আদনান বলেন, আমাকে এই মহান দায়িত্ব দেয়ার জন্য সংগঠনের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি । ইসলামী বিশ্ববিদ্যালয়ে রক্তিমার কার্যক্রম আরো গতিশীল করার চেষ্টা করবো। সকলের সহযোগিতার রক্তিমা বহু দূর এগিয়ে যাবে।
প্রসঙ্গত, ‘নিরাপদ হোক রক্ত দান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ এ উপজীব্যকে ধারণ করে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে ‘রক্তিমা’ আত্মপ্রকাশ করে।

