কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে খামারিদের আর্থ সামাজিক উন্নয়নে ও গরু মোটাতাজাকরণের বিষয়ে আলোচনা সভা শনিবার (২১মে) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভান্ডারখোলা বাজারে এনএইচ এগ্রোর উদ্যোগে ওই সভা অনুষ্ঠিত হয়।
এনএইচ এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুসাইন রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভিএফএ গোলাম মোস্তফা ও ভান্ডারখোলা ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম রেজা, মোশাররফ হোসেন, তৌহিদুজ্জামান, হাফিজুর রহমান প্রমুখ।
জাগো/এমআই

