ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যশোরের ঝিকরগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে টোকিও টাওয়ারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য ওমর শরীফ সাকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, মিজানুর রহমান, পৌর যুবলীগের সদস্য ফজলে হোসেন বাদশা, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল হাওলাদার, মইরুদ্দিন মধু, আজম ড্যানি।
বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুল ইসলাম শিপলু, সদর ইউনিয়ন নেতা আলমগীর হোসেন, শংকরপুরের আশানুর রহমান, হাবিবুর রহমান, গদখালীর মুন্সী আবুল হোসেন, আরিফ হাসান, মেরাজ হাসান মিঠু, নাভারণের ফারুক শিকদার রবি, হাজিরবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আয়নাল হোসেন, ইমন সরদার।
দোয়া অনুষ্ঠানে পরিচালনা করেন কাটাখাল জামে মসজিদের ইমাম মাওলানা মতিয়ার রহমান।

