যশোরে অস্ত্র ও গুলিসহ খন্দকার আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)। এরআগে তিনি
মামুন যশোর মনিহার সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা।
সোমবার (১৬ মে) ভোর সাড়ে চারটার দিকে যশোর চার খাম্বা মোড় এলাকার সমাজসেবা অধিদফতরের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমান।
এ ঘটনায় র্যাবের-৬ যশোরের ডিএডি কামরুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
র্যাব জানিয়েছে, রাজ চিহ্নিত সন্ত্রাসী।

