কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর কলেজ ছাত্রলীগ নেতা রায়হান হোসেনকে (৩০) রবিবার (১৫মে) রাতে পৌরসভার সাবদিয়া মোড়ে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় সোমবার (১৬ মে) দুপুরে সাবদিয়া এলাকাবাসি ও কেশবপুর ছাত্রলীগের একটি অংশ মিছিল বের করে পৌর শহরে ।
এ ঘটনায় আহত রায়হানের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবীর হোসেনসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত এজাহার দায়ের করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাউন্সিলর কবির হোসেনের নের্তৃত্বে মৃত আয়ুব সরদারের ছেলে রায়হান,টুটুল হোসেন(৪০), সোহাগ (৩০), সুমন(৩০), রুহুল আমিন (২২) কে লোহার রড, কাঠের বাটাম , হাতুড়ি ও রামদার কোপে গুরুতর জখম করে। গুরুতর জখম অবস্থায় ছাত্রলীগ নেতা রায়হান ও টুটুল হোসেনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ ঘটনার প্রতিবাদে কাউন্সিলর কবীর হোসেনকে আটকের দাবিতে সোমবার দুপুরে এলাকাবাসি ও ছাত্রলীগের একটি অংশ শহরে বিক্ষোভ মিছিল করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযুক্ত ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবীর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় বক্তব্য প্রকাশ করা সম্বব হয়নি। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনগত ব্যবকস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাভিক আছে।
জাগো/এমআই

