সাতক্ষীরায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আরো পড়ুন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক পাষন্ড স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ওই গৃহবধুর স্বামী।

রবিবার ( ১৫মে) দিবাগত রাতে জেলার কালিগঞ্জ উপজেলার রহিমপুরের নদীর তীরের বাসিন্দা ছবিলার রহমানের বাড়ির ভাড়া বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধুর নাম রোজিনা খাতুন (৩৫)। সে কালিগঞ্জ উপজেলার রহিমপুর এলাকার শেখ আবু রায়হানের মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মোহনপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

নিহতের ভাই আবু হাসান জানান, বোন রোজিনা খাতুনের সঙ্গে ২০০৭ সালে একই উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রঘুরামপুর গ্রামের শেখ রবিউল ইসলামের বিয়ে হয়। খুশী ও হাসি নামে তাদের দু’টি মেয়ে থাকাকালিন বোন ও ভগ্নিপতির মধ্যে আড়াই বছর আগে ডির্ভোস হয়ে যায়। সেখান থেকে রোজিনা আমাদের বাড়িতে থেকে বিভিন্ন লোকের বাড়িতে কাজ করে সংসার চালাত। বছর দুই আগে মোবাইল ফোনের সুত্র ধরে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের মোহনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে বাসচালক শফিকুল ইসামের (৩৩) সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে রোজিনাকে বিয়ে করে সে।

বিয়ের পর কিছুদিন যশোর জেলার ঝিকরগাছায় একটি বাড়িতে ভাড়া থাকত তারা। সেখানে ইনকাম ভাল না হওয়ায় ৬ মাস আগে রোজিনা বাড়িতে ফিরে আসে। কয়েকদিন পর বোনজামাই শফিকুলও বাড়িতে এসে নদীর তীরের ছবিলার রহমানের বাড়ি ভাড়া নেয়।ওই সময় রোজিনা অন্যের বাসায় ও মেসে রান্না করত। তিনি আরো জানান, সংসারে অভাব নিয়ে রোজিনা ও শফিকুলের মধ্যে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। শনিবার রাতে ঝড়বৃষ্টির সময় স্বামী- স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া বাদে আবার। গতকাল রাত থেকে তাদের কোন সাড়া না পেয়ে ঘটনাটি স্থানীয়রা ইউপি সদস্য ও পুলিশকে জানায়। পুলিশ এসে রোজিনাকে মেঝের উপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। আমি এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

বাড়ির মালিক ছবিলার রহমান জানান, মাসিক এক হাজার টাকা ভাড়ায় পাঁচ মাস যাবৎ রোজিনা ও শফিকুল আমার বাসায় ভাড়াটিয়া ছিল। কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক অশান্তি বিরাজ করছিল। গতকাল রাতে তাদের কোন সাড়া না পেয়ে ঘটনাটি পুলিশকে জানানো হয়।

এবিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দিয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি ।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ