নাঈমের পর সাকিবের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি

আরো পড়ুন

স্পোর্টস: নাঈমের জোড়া আঘাতের পর সাকিবের জোড়া আঘাতে স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। প্রথমে অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল জুটির ভাঙ্গন ধরালেন বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসান।

দলীয় ৩১৯ রানে চান্দিমালকে সাজঘরে ফেরান তিনি। ৬৬ রানে মাঠ ছাড়েন এই লঙ্কার ব্যাটার। তার বিদায়ের পরে ক্রিজে নিরোসান ডিকভেলা। মাত্র তিন রান দলে যোগ করার পরই নাঈমের শিকার হন তিনি।

এর পরের স্বস্তিটা এনে দিয়েছেন সাকিব আল হাসান। ১১৬তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে পাঠান রামেশ মেন্ডিসকে, পরের বলেই তুলে নেন লাসিথের উইকেট।

সবশেষ খবর শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৩৩৫ রান। ম্যাথুজ ব্যাট করছেন ১৫৩ রান নিয়ে। আর ফারনান্দো ব্যাট করছেন ২ রান নিয়ে।

গতকাল দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৫৮ রান।

বল হাতে বাংলাদেশের হয়ে নাঈম হাসান নেন চারটি উইকেট। তিনটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও একটি সংগ্রহ তাইজুল ইসলামের। দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ থাকেন উইকেটশূন্য।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ