‘সম্রাটের হার্ট দুর্বল, দরকার উন্নত চিকিৎসা’

আরো পড়ুন

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের হার্টের অবস্থা ভালো না, এ জন্য তার উন্নত চিকিৎসার সুপারিশ করেছেন সম্রাটের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

সোমবার (১৬ মে) মেডিক্যাল বোর্ডের সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান এ তথ্য জানান।

তিনি বলেন, সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাটের হার্টের অবস্থা ভালো না, উন্নত চিকিৎসার জন্য পরিবার চাইলে দেশের বাইরে নিতে পারে। তবে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে আরো ৩-৪ দিন সময় লাগবে।

পরবর্তী চিকিৎসা কি হবে এমন প্রশ্নে- নজরুল ইসলাম খান বলেন, সম্রাটের চিকিৎসার বিষয়ে বোর্ড মিটিং হয়েছে। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, তার উন্নত চিকিৎসা দরকার। তা দেশেও হতে পারে বিদেশেও হতে পারে। পরিবার যদি চায় তাহলে বিদেশ নেয়া যাবে।

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ৩২ মাস কারাভোগের পর ১১ মে জামিনে মুক্তি পান। এর আগে অস্ত্র, মাদক ও অর্থপাচার এবং সর্বশেষ অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পান তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ