যশোরের ঝিকরগাছা থেকে সকিনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার তালশারি গ্রামের একটি লেবুবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
সকিনা খাতুন একই উপজেলার শোনাকূড় গ্রামের তরকারি বিক্রেতা নুরান উদ্দীনের (৫০) স্ত্রী। সকিনা খাতুনের সাথে নূরাব আলীর গত ২৫ বছর আগে বিবাহ হয়। তাদের ঘরে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
গৃহবধূর শাশুর বাড়ীর লোকজনের অভিযোগ, রবিবার সন্ধ্যায় সকিনা খাতুন মণিরামপুর পাচপোতা গ্রামে বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন। এরপর থেকেই সকিনার শশুর বাড়ি এবং বাবার বাড়ি থেকে তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। অতপর সোমবার সকালে তালশারি গ্রামে আব্দুর সাত্তারের লেবু বাগানে ওই গৃহবধূ সকিনা খাতুনের মরদেহ দেখতে পান স্থানীয় চাষীরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

