সাতক্ষীরা প্রতিনিধি: সুন্দরবনের অভয়াশ্রমে এলাকায় প্রবেশ করে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। বৃহস্পতিবার (১২ মে) ভোর রাতে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার খাজুরদানা খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি নৌকা, লক্ষাধিক টাকা মূল্যের জাল ও মাছধরার সারজ্ঞাম জব্দ করা হয়।
আটককৃতরা হল, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ভেটখালী গ্রামের ফয়জদ্দীন গাজীর ছেলে শাজাহান গাজী, আব্দুল গফ্ফার মোল্যার ছেলে আব্দুল হামিদ মোল্যা ও হরিনগর গ্রামের আহম্মদ গাজীল ছেলে জামাল হোসেন গাজী।
সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম.এ হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবনের অভয়ারন্য এলাকায় মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়েছে। পরে বন আইনে তাদের কাছে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।
জাগো/এমআই

