চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকে ‘পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা’

আরো পড়ুন

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কামাল হোসেন (৬৫) নামে এক ঠিকাদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ক্লিনিকপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন আলমডাঙ্গা উপজেলায় জেহালা গ্রামের মাঝেরপাড়ার মৃত জাহান মাস্টারের ছেলে। তিনি বিএনপির সাবেক নেতা ছিলেন। বর্তমানে ঠিকাদারির কাজ করতেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রতিজ্ঞা নার্সিং হোমের সামনে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে প্রতিজ্ঞা নার্সিং হোমে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্য চিকিৎসক ডা. আহসানুল হক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কামালের স্ত্রী সেলিনা খাতুন জানান, তার স্বামীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো স্বাধীনের। এর জের ধরেই তাকে নির্মমভাবে হত্যা করেছে স্বাধীন। মৃত্যুর আগে তার স্ত্রীর কাছে স্বাধীন তাকে মেরেছে বলে জানায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আহসানুল হক বলেন, রাত ১২টার দিকে গুরুতর জখম অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

তিনি আরো বলেন, তার বাম পায়ের হাটুর নীচে ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে। তার ডান কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক আব্দুল আলিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আমরা অভিযোগ পেয়েছি স্বাধীন নামের এক যুবকের সাথে জমি নিয়ে কামাল হোসেন বিরোধ ছিলো। তার জের ধরেই হয়তো তাকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযুক্ত স্বাধীনকে আটক করার জন্য অভিযান অব্যাহত আছে।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব শরীফজ্জামান শরীফ বলেন, কামাল হোসেন বিএনপি নেতা ছিলেন।

জাগো/এমআই

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ