কেশবপুর: যশোরের কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) সকালে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে ওই ঈদ সামগ্রী দেয়া হয়। ঈদ সামগ্রী হিসেবে প্রতিবন্ধীদেরকে সেমাই, চিনি, গুড়া দুধ, বাদাম ও কিসমিচ দেয়া হয়।
মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চারুপীঠের অভিভাবক সদস্য আব্দুল আজিজ, আমরা সাজাবো কেশবপুর সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু ও চারুপীঠের হিসাব রক্ষক সৌরভ ধর জয়।

