যশোরে বিপুলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলা, যুবলীগনেতা আহত

আরো পড়ুন

যশোরে আওয়ামী যুবলীগের ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ এপ্রিল) সাড়ে ৪টার দিকে শহরের রেলগেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় কামরুজ্জামান মামুন ছুরিকাহত হন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কামরুজ্জামান মামুন শহরের চাঁচড়া রায়পাড়ার মৃত মোশাররফ হোসেনের ছেলে এবং যশোর জেলা যুবলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক।

হাসপাতালে চিকিৎসাধীন মামুন অভিযোগ করে বলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের উদ্যোগে শহরের রেলগেট এলাকায় মুসিল্লীদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করার অনুষ্ঠান ছিলো।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় কাউন্সিলর হাজী সুমনের উপস্থিতিতে সন্ত্রাসী শুভ, সাগর, মামুন, রনিসহ বেশ কয়েকজন হামলা করে। বাঁধা দিলে তারা আমাকে ছুরিকাহত করে। এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জসিম উদ্দিন বলেন, মামুন নামে একজন ছুরিকাহত হয়েছেন। এখন তিনি শঙ্কামুক্ত।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ