খুলনায় ট্রাকচাপায় যশোরের ফিরোজের মৃত্যু

আরো পড়ুন

খুলনা: খুলনায় ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা খন্দকার ফিরোজ আহমেদ নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ছোট ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফিরোজ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে।

পুলিশ ট্রাকচালককে আটক করতে পারেনি। তবে সহকারীকে আটক করা হয়েছে।

রূপসা থানার এসআই তারেক রহমান জানান, খন্দকার ফিরোজ আহমেদ রূপসা উপজেলায় আরআরএফ নামে একটি এনজিও’র বিজনেস ডেভলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চলতি মাসে তিনি রূপসা শাখায় যোগদান করেন। সকালের দিকে দিকে তিনি অফিসের দিকে যাচ্ছিলেন। সাড়ে ১০ টার দিকে তিনি আলাইপুর ছোট ব্রীজের নিকট পৌছালে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাক যার নং খুলন মেট্রো ট- ১১-০৪২৩ তাকে চাপা দেয়।

এ সময় ট্রাকের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থালেই মারা যান। লাশ উদ্ধার করে থানা নেয়া হয়। উত্তেজিত জনতা ধাওয়া দিলে চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাক চালককে আটক করতে না পারলেও ঘটনাস্থল থেকে হেলপারকে আটক করা হয়। গণধোলাই দিয়ে তাকে পুলিশের নিকট দেয়া হয়। পুলিশ তাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ